বগুড়ায় ছাত্রী ধর্ষণ: ব্যবস্থা নেয়ার নির্দেশ

|

বগুড়ায় ছাত্রী ধর্ষণের পর সালিশের নামে মা-মেয়ের মাথা ন্যাড়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে সহযোগী সংগঠনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান তিনি।

এর আগে বৈঠকে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিকল্প হিসেবে কখনোই বিএনপির কথা ভাবে না দেশের জনগণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি ষড়যন্ত্রের চোরাগলি খুঁজছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, চিকিৎসার নামে বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফর বিষয়ে নজর রাখা হচ্ছে। খালেদা জিয়া সেখানে কার কার সাথে দেখা করছেন সে বিষয়ে সরকার ও দল থেকে খোঁজ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সম্প্রতি ক্রসফায়ার বিষয়ে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের দেয়া বক্তব্যের জন্য তাকে দল থেকে শোকজ করার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply