সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

|

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুস শহীদ (২৩)।

পুলিশের দাবি, নিহত আবদুস শহীদ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। নিহত আবদুস শহীদ মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ধর্মদিহী গ্রামের মৃত নানু মিয়ার ছেলে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মরিচা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুল নাসের জানান, গোপন খবর পেয়ে গভীর রাতে উপজেলার মরিচা এলাকার অভিযানে যায় পুলিশ। সেখানে প্রবাসী আবদুল করিমের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা

এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই এক ডাকাত সদস্য নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত শহীদের বিরুদ্ধে সিলেট জেলার কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও মোগলাবাজার থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply