আলজেরিয়ার স্পোর্টস স্টেডিয়ামে কনসার্টে পদতলে পিষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার কনসার্ট শুরু হবার আগেই অপ্রত্যাশিত এই ঘটনা ঘটে বলে জানা যায়।
টিএসএ অনলাইন নিউজ মাধ্যম জানায়, স্টেডিয়ামে প্রবেশের সময় আকস্মিক এই হুড়োহুড়িতেই মৃতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
শুক্রবার তদন্তকারীরা জানিয়েছেন, মৃত ব্যক্তিদের বয়স ছিল ১৩ থেকে ২২ এর মধ্যে। হতাহতের ঘটনা ঘটলে নিরপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্বিগ্ন জনতাকে নিরাপদ স্থানে সরে যেতে সাহায্য করে।
Leave a reply