কর্তৃপক্ষের গরজ নেই, নিজেই রাস্তা ঠিক করলেন ভ্যানচালক

|

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ:

ঝিনাইদহ ঘোষপাড়া চৌরাস্তা মোড়ে দিয়ে প্রতিদিন চলাচল করে নানা ধরনের যানবাহন। হেঁটা চলাচল করেন কয়েক হাজার মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙে বেহাল দশা হয়ে আছে।

ট্রাক ও অন্যান্য বড় যানবহন চলার কারণে সড়কটি চলাচলের অযোগ্য। ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। শঙ্কা আছে যেকোনো সময় বড় দুর্ঘটনার। সড়কের এ অংশটি সংস্কার না করায় চালক, যাত্রী, পথচারী ও এলাকাবাসী ভয়ে আছেন।

কিন্তু সংস্কারের দায়িত্বে থাকা সরকারি কর্তৃপক্ষের কারো এদিকে নজর নেই।

এমন অবস্থায় নিজ উদ্যোগে সড়কের ভাঙা অংশটি কেটে যতটুকু সম্ভব চলাচল উপযোগী করার চেষ্টা করলেন এক ভ্যানচালক। তিনি হলেন স্থানীয় শিকারপুর গ্রামের সলিম মন্ডলের ছেলে মোঃ সরাফ মণ্ডল।

এই বিষয়ে সরাফ মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, আমি একজন ভ্যানচালক। আমার গাড়িতে যখন যাত্রী থাকে তখন চলাচল করতে গেলে যাত্রীরা পড়ে যায়। অন্যান্য গাড়িও দেখি একইভাবে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে। অনেক দিন ধরে কেউ কোন পদক্ষেপ না দেখে আর অপেক্ষা করি নাই। গত কয়েকদিন একবেলা গাড়ি কম চালিয়ে এই কাজ করেছি, যাতে মানুষ আরামে চলাচল করতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply