আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় বাস চাপায় মঞ্জুরুল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও বাস আটক করেছে পুলিশ।
শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বাসিন্দা। তিনি আশুলিয়ায় গ্রুপ ফোর নামে সিকিউরিটিতে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় উত্তরবঙ্গগামী দূর পাল্লার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মঞ্জুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে এবং বাসটি জব্দ করে। তবে কৌশলে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a reply