বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দেশের সবার: ড. কামাল

|

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দেশের জনগণের, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাদের নয়। এমন মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে শোক দিবসের আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের মালিকানা জনগণকে দিয়েছেন। আর এখন যারা মুখে বঙ্গবন্ধুর নাম নিচ্ছে, তারাই জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।

ড. কামাল আরও বলেন, বঙ্গবন্ধু আজীবন জাতির পিতা হিসেবে সম্মান পাবেন। তিনি কোন ব্যক্তির পিতা নন। বঙ্গবন্ধুর আদর্শ মানুষের মাঝে তুলে না ধরে অনেকেই তাঁর ছবি দেখিয়ে নিজের আখের গোছাচ্ছে বলে অভিযোগ করেন ড. কামাল হোসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply