সেনা মোতায়েনের পরও আমাজনে এক হাজারের বেশি সক্রিয় আগুন

|

আমাজনের দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পরও, নতুনভাবে এক হাজারের বেশি সক্রিয় আগুন চিহ্নিত হয়েছে।

শনিবার পরিবেশ মন্ত্রী রিকার্ডো সেলস জানান, আমাজনের ৯টি প্রদেশের মধ্যে ছয়টিই দাবানল মোকাবেলায় সেনা হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে।

স্থানীয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় মোতায়েন করা হয়েছে ৪৪ হাজার সেনা সদস্য। এরই মাঝে, ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএনপিই জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চিহ্নিত হয়েছে নতুনভাবে ছড়িয়ে পড়া ১৬শ’র বেশি সক্রিয় আগুন। চলতি বছর অন্তত ৭৩ হাজার দাবানলের ঘটনা ঘটেছে বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনে।

যা গত বছরের তুলনায় প্রায় ৮৫ শতাংশ বেশি। হুমকিতে, ৩শ’ সম্প্রদায়ের প্রায় দশ লাখ আদিবাসীর অস্তিত্ব। ঝুঁকিতে বিশাল প্রাণীবৈচিত্র্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply