বিএসএফ কর্তৃক পাকিস্তানি নৌকা আটক

|

পাকিস্তানের দুটি পরিত্যক্ত মাছ ধরার নৌকা আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।

শনিবার গুজরাতের কচ্ছের রন এলাকার হারামি নালা এলাকার জলাশয় থেকে পরিত্যক্ত অবস্থায় নৌকা দুটি আটক করে বিএসএফ সদস্যরা।

তারা জানায়, পাক-ভারত সীমান্ত এলাকায় কচ্ছের রনে পরিত্যক্তভাবে পরে ছিল ওই নৌকা দুটি। এসময় তারা সেগুলোকে পাকিস্তানি নৌকা বলেও চিহ্নিত করে, তবে নৌকায় কোন সরঞ্জাম বা সন্দেহজনক কিছু ছিলনা।

বিএসএফ-এর একজন শীর্ষ কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যায় বিএসএফ’র একটি টহল দল কচ্ছের রন এলাকা থেকে এক ইঞ্জিন বিশিষ্ট এই পাকিস্তানি নৌকাগুলো আটক করে। নৌকাগুলো মাছ ধরার কাজে ব্যবহৃত হতে বলে জানা গেছে।

এদিকে নৌকা আটকের পর ওই এলাকায় তল্লাশি শুরু করে বিএসএফ সদস্যরা। তবে তারা ওই এলাকায় কোন সন্দেহজনক বস্তু পায়নি বলেও জানা যায় বিএসএফ সূত্রে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply