পুরুষ নির্যাতন বিরোধী মানববন্ধনে হিরো আলম

|

এবার পুরুষ নির্যাতন বিরোধী মানববন্ধনে অংশ নিলেন আলোচিত অভিনেতা হিরো আলম।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পরিবারে পুরুষের ভূমিকা কম নয়, তবু পুরুষ কেন অবহেলিত’ শীর্ষক এক মানববন্ধনে অংশ নেন তিনি।

বাংলাদেশ মেন’স রাইট নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিরো আলম বলেন, নারীরা যে কোন কিছু করলো পুলিশ প্রশাসন তাদের পক্ষ নেয়, আমরা কি প্রকৃত দোষী কি দোষী না তা দেখেনো। নারীরা ডিভোর্স হয়ে যাবার পর আমাদের বিরুদ্ধে যৌতুকের মামলা করে। নারীরা অনেক জায়গায় আমাদের ব্ল্যাকমেইল করতেছে শুধু বলে আমরা নির্যাতন করি। আমরা নারী নির্যাতন আইনের সংশোধন চাই, এজন্যই এই মানববন্ধনে অংশ নিয়েছি।

সংগঠনটির মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ বলেন, বাংলাদেশ মেন’স রাইটস এর ২য় প্রধান দাবি হলো- নারী নির্যাতন আইনের সংশোধন করা। কারণ, এই আইনের কারণে অনেকে মিথ্যা মামলায় জর্জরিত হতে হয় পুরুষদের।

উল্লেখ্য, এ বছরের মার্চে স্ত্রীকে পেটানোর অভিযোগে জেল খাটেন হিরো আলম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply