স্পেনের মাইয়োরকা দ্বীপে মধ্য-আকাশে হেলিকপ্টার ও ছোট বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ আরোহী। নিহতদের মধ্যে দু’জন শিশু রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রোববার ইনকা শহরের ওপর বেলা দেড়টা নাগাদ হয় এই দুর্ঘটনা। এসময়, হেলিকপ্টারটিতে ছিলেন একই পরিবারের চার সদস্য এবং চালক।
অন্যদিকে, হালকা বিমানটিতে ছিলেন দু’জন আরোহী। সংঘর্ষে প্রাণ হারান সবাই। পরিচয় ও জাতীয়তা নিশ্চিতে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানা যায়নি, চলছে তদন্ত।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি এবং এয়ার ট্র্যাফিকে গোলযোগ থেকেই দুর্ঘটনা। এরইমাঝে, স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুঃখ প্রকাশ করে টুইটবার্তা দিয়েছেন।
Leave a reply