টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার অন্যতম আসামি হাসান। জানানো হয়, নিহত ব্যক্তি রোহিঙ্গা সন্ত্রাসী।
পুলিশ জানায়, রাতে হত্যা মামলার এক আসামির স্বীকারোক্তি অনুযায়ী, অন্যদের ধরতে নীলা এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি দল। পুলিশও পাল্টা গুলি চালালে আহত হয় হাসান। তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করা হয়েছে। জানানো হয়, গোলাগুলিতে আহত হন তিন পুলিশ সদস্যও।
Leave a reply