বগুড়া ব্যুরো
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছে। নতুন এই পরিষদে আরটিভি’র রিপোর্টার জি.এম. ছহির উদ্দিন সজল সভাপতি এবং যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে ইউনিটির সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই পরিষদ নির্বাচিত হয়।
নতুন এই পরিষদের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দীপ্ত টেলিভিশনের রিপোর্টার এস.এম. আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের রিপোর্টার রাকিব জুয়েল, কোষাধ্যক্ষ একুশে টেলিভিশনের রিপোর্টার আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের রিপোর্টার ফরহাদুজ্জামান শাহী এবং কার্যনির্বাহী সদস্য বাংলাভিশনের ব্যুরো প্রধান আবদুর রহিম বগরা, এটিএন নিউজের ব্যুরো প্রধান চপল সাহা এবং সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান।
এর আগে সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
Leave a reply