রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস সড়কে সুজাত (২৬) নামে এক যুবক কে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমন নামে এক যুবক কে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া বাইপাস সড়কের বাহার চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজাত দৌলতদিয়া ইউনিয়নের বাহের চর গ্রামের নুর হোসাইন সেখের ছেলে। আর আটককৃত ইমন কুষ্টিয়ার জেলার বাসিন্দা। সে দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বার পড়ার খালার বাড়িতে থাকে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, দৌলতদিয়া বাইপাস সড়কের বাহার চর এলাকায় ইমন নামে এক যুবক সুজাত কে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। সুজাত কে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ফরিদপুর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। রক্ত মাখা ছুরিসহ হত্যাকারীকে আটক করা হয়েছে।
Leave a reply