বেপরোয়া বাসের চাপায় পা বিচ্ছিন্ন হওয়া বিআইডব্লিউটিসি’র নারী কর্মকর্তার কৃষ্ণা রানী রায় শঙ্কামুক্ত বলে জানিয়েছেন পঙ্গু হাসপাতালের চিকিৎসক ড. আব্দুর রব।
এছাড়া তার অবস্থার আগের চেয়ে এখন অনেক ভাল বলেও জানান চিকিৎসক। মঙ্গলবার দুপুরে বাংলামোটরে ট্রাস্ট পরিবহনের বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসির হিসাব রক্ষণ বিভাগের কর্মকর্তা হিসেবে কাজ করেন কৃষ্ণা রানী রায়। গতকাল কারওয়ানবাজারের অফিস থেকে ফুটপাত দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন তিনি। এসময় ট্রাস্ট পরিবহনের বেপরোয়া একটি বাস ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়েন। তার পায়ের ওপর উঠে যায় বাসের একটি চাকা। এতে কৃষ্ণার বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক বাসটি জব্দ করেছে হাতিরঝিল থানা পুলিশ। তবে পালিয়ে যায় বাসের চালক ও হেলপার।
Leave a reply