রাজশাহীতে বিদেশি পিস্তলসহ তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাদের তল্লাশিকালে ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় নগরীর কাদিরগঞ্জ চালপট্টি এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশিকালে অস্ত্র উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, রাজশাহী কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র অভিজিত হালদার রিংকু, রাজশাহী উন্মুক্ত বিশ্বিবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আমির ও সপুরা ভোকেশনাল’র দশম শ্রেণির ছাত্র মোবারক হোসেন।
পুলিশের ভাষ্যমতে, চালপট্টি এলাকায় যানবাহন ও পথচারীদের তল্লাশি করছিলো পুলিশ। ঘটনার সময় রিক্সাযোগে আসা তিন যুবককে দেখে তাদের সন্দেহ হয়। পুলিশ তল্লাশি করতে চাইলে একজন চাকু বের করে। একপর্যায়ে তার চাকুর আঘাতে এএসআই মাইনুলের হাত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঐ যুবক ও দুই কিশোরকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চাকু উদ্ধার করে।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। অবৈধ অস্ত্র নিয়ে তারা কেন ঘুরছিলো সেটি জানতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
Leave a reply