আন্তর্জাতিক একটি সেমিনারে অংশ নিতে জার্মানির উদ্দেশে রওনা হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
ডিএনসিসি সূত্র জানিয়েছে, ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জার্মানির ডুসেল্ডর্ফ শহরে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক মেয়র’স কনফারেন্সে অংশগ্রহণ করবেন আতিকুল ইসলাম। বিভিন্ন দেশের ৪২টি শহরের মেয়ররা এ কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
এতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
মেয়র আতিকুল ইসলাম শহরকে কীভাবে আরও স্বাস্থ্যসম্মত করা যায়, বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক মানুষের জন্য পার্ক, খেলার মাঠ উন্নয়ন ও সবুজায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে স্বাস্থ্যসম্মত নগরী বিনির্মাণ ইত্যাদি বিষয়ে কথা বলবেন বলে ডিএনসিসি সূত্রে জানানো হয়েছে।
এর আগে গত রোববার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনিও ‘আন্তর্জাতিক মেয়র’স কনফারেন্সে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
Leave a reply