প্রথম বারের মত বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে সকালে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল।
সকাল ৮ টা ৪০ মিনিটে আবুধাবি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রশিদ খানের নেতৃত্বাধীন আফগানরা। বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল সাড়ে ১১ টায় রওনা হবে পুরো দল।
১ ও ২ সেপ্টেম্বর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৫ থেকে ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে একমাত্র টেস্টটি। এই টেস্টে টস করলেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন রশিদ খান। সবচেয়ে কম বয়সি টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় ২০ বছর বয়সি এই তরুণ। টেস্ট সিরিজ শেষে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে আফগানিস্তান।
Leave a reply