ভারতের ছত্তিশগড়ে এক সেনার গুলিতে নিহত হয়েছেন তার চারজন সহযোদ্ধা। এছাড়া অন্য এক সেনা এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
বিবিসি জানিয়েছে, সহযোদ্ধাদের সাথে কোনো বিষয় নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে নিজের হাতে থাকা একে-৪৭ রাইফেল থেকে গুলি ছুঁড়েন ৩৫ বছর বয়সী সনথ কুমার। এতে ঘটনাস্থলেই চারজন মারা যন।
অন্য একজনকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে বলে ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজ্য পুলিশের সিনিয়র কর্মকর্তা সুন্দর রাজ বলেছেন, সিআরপিএফ সদস্য সনথ কী পরিস্থিতিতে এবং কেন এমন ঘটনা ঘটালেন সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ছত্তিশগড়ের বিজাপুরে সিআরপিএফ সদস্যদের জড়ো করা হয়েছে। এর মধ্যেই এই ঘটনা ঘটলো।
Leave a reply