শান্তি প্রতিষ্ঠায় গুরু নানকের আদর্শ অপরিহার্য: ঢাবি ভিসি

|

বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য গুরু নানকের আদর্শের প্রাসঙ্গিকতা অপরিহার্য বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে গুরু নানক শাহ’র ৫৫০তম জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্বের সকল ধর্মের সঙ্গেই নানক শাহ’র আদর্শের মিল রয়েছে। উদার, অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মানে আদর্শের গ্রহনযোগ্যতা রয়েছে তার।

এছাড়া তিনি সকল ধর্মের মানুষের প্রতি সম্মান দেখাতেন বলেও উল্লেখ করেন সেমিনারে অংশ নেয়া অন্যান্য বক্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply