দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ করেছে প্রায় ১০ হাজার মানুষ।
ক্ষমতার অভিযোগে নেতানিয়াহু বিরোধী স্লোগানে শনিবার রাতভর উত্তপ্ত ছিল তেল আবিবের রাজপথ। প্রায় দু’সপ্তাহ ধরে চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রীর দুর্নীতিকাণ্ডে উত্তেজনা চলছে ইসরায়েলে। ঘুষ গ্রহণসহ দু’টো মামলায় অভিযুক্ত তিনি। জরুরি ভিত্তিতে, এসব মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি তুলেছে ক্ষুব্ধ জনগণ। অভিযোগ প্রমাণিত হলে ক্ষমতা ছাড়তে হতে পারে নেতানিয়াহুকে। অথবা, নিজ সরকারের সক্ষমতা তুলে ধরতে নিদেনপক্ষে পার্লামেন্টে আস্থা ভোটের ব্যবস্থা করতে হবে। অবশ্য, প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কট্টরপন্থি লিকুদ পার্টির অভিযোগ সরকারে বিরুদ্ধে বামপন্থিদের ষড়যন্ত্রের অংশ এটি।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply