যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে প্রলয়ঙ্কারী হারিকেন ‘ডোরিয়ান’

|

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে প্রলয়ঙ্কারী হারিকেন ‘ডোরিয়ান’। দেশটির জাতীয় ঘূর্ণিঝড় পর্যবেক্ষক সংস্থা- এনএইচসি জানিয়েছে, ক্যাটাগরি- ফাইভে পরিণত হওয়া ‘ডোরিয়ান’ সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

স্থানীয় সময় বিকাল ৪টা নাগাদ উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ২৮৫ কিলোমিটার। ধারণা করা হচ্ছে, ১০ ঘণ্টারও বেশি সময় বাহামাতেই অবস্থান করবে ডোরিয়ান। হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে জলোচ্ছ্বাস। কোথাও কোথাও ২৩ ফুট পর্যন্ত উঠতে পারে সমুদ্রের ঢেউ। তাই রয়েছে প্রাণহানির শঙ্কা। ঝড়ো হাওয়া আর ভারি বৃষ্টিপাতে কিছু এলাকায় উড়ে গেছে ঘরবাড়ির ছাদ; দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। বন্ধ রাখা হয়েছে স্থানীয় বিমানবন্দরগুলো।

এরপর পশ্চিমের দিকে এগুবে ডোরিয়ান। সোমবার মধ্যরাতে আঘাত হানতে পারে ফ্লোরিডায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply