আগামী ১৫ অক্টোবর পুনঃনির্বাচনের দাবি করেছেন ব্রিটিশ প্রধামন্ত্রী বরিস জনসন।
সংসদে চুক্তিহীন ব্রেক্সিট বিল নিয়ে তোলা প্রস্তাবে বিরোধীদের কাছে হেরে যাবার পর বুধবার এমন দাবি তুললেন জনসন।
চুক্তিহীন ব্রেক্সিট নিয়ে তোলা বিলে হেরে যাবার পর তিনি এটিকে ইউরোপীয় ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করা বলেও মন্তব্য করেন।
মঙ্গলবার ব্রেক্সিট নিয়ে বিরোধীদের তোলা প্রস্তাবে ক্ষমতামীন টোরি পার্টির ২১ সদস্য বিরোধীদের প্রস্তাবে সম্মতি দিলে ব্রেক্সিট নিয়ে সিদ্ধান্ত নেয়ার মেয়াদ আরো ৩ মাসের জন্য বৃদ্ধি পায়।
এরআগে অক্টোবরের পর ব্রেক্সিট প্রক্রিয়া আর দীর্ঘায়িত না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। একইসাথে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি কর্বিনকে ১৫ ই অক্টোবর নির্বাচনের প্রতি সম্মতি জানাতে চ্যালেঞ্জ করেছিলেন।
Leave a reply