বিপিএল গভর্নিংবডির চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন, ‘বিপিএল বন্ধ করার কোনো প্রশ্নই নেই। কোনো খেলোয়াড়ের কারণে বিপিএল নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’
শেখ সোহেল আরও বলেছেন, ‘বিপিএল প্রায় দেড়-দুইশ খেলোয়াড়ের রুটি-রুজির মাধ্যম। ২-১ জন খেলোয়াড়ের জন্য বাকি খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের সাপোর্ট করে যাব, বোর্ডের মান-সম্মান ক্ষুণ্ণ হবে, অন্য খেলোয়াড়দের ক্ষতি করব- এমন বোর্ড আমরা নই।’
বিপিএল চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি পাপন (নাজমুল হাসান পাপন) ভাইয়েরও একই কথা। আমারো একই কথা। যতই বড় খেলোয়াড় হোক, যতই লবিং থাকুক, যেই থাকুক- কারো মাধ্যমে যদি বিপিএল বা বোর্ডের সম্মান ক্ষুণ্ণ হয় তাহলে সঙ্গে সঙ্গে তার শাস্তি হবে।’
শেখ সোহেল বলেন, ‘এ বছর বিপিএল না হওয়ার আমি কোনো কারণ দেখি না। আমরা সব দিক দিয়েই তৈরি। আমরা ডিসেম্বর বলেছিলাম, ডিসেম্বরেই বিপিএল হবে।’
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেছিলেন, ‘বিপিএল আমার সময়ে তৈরী করা। আইনে আছে এক বছরে দুইবার বিপিএল হবে না। সে হিসেবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই।’
সাবেক সভাপতির এমন মন্তব্যের পর বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ডিসেম্বরেই বিপিএল অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
Leave a reply