শেখ হাসিনার নেতৃত্বে ছোট পরিসরের সরকারের অধীনে নির্বাচন: নাসিম

|

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে ছোট পরিসরের সরকারের অধীনে নির্বাচন হবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নির্বাচনকালীন সময়ে সে সরকার রুটিন কার্যক্রম পরিচালনা করবে বলে উল্লেখ করেন তিনি।

সোমবার সকালে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে একথা জানান নাসিম। এসময় তিনি বলেন, যেকোনো মূল্যে অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় আসা ঠেকাতে কাজ করছে ১৪ দল। বিএনপি বার বার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে অভিযোগ করে নাসিম বলেন, হাওয়া ভবনের মাধ্যমে খালেদা জিয়া দুর্নীতির মহাকাব্য তৈরি করেছিলেন। জিয়া পরিবারের অর্থপাচার তদন্তের দাবিও জানান নাসিম।

সম্প্রতি, যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার ঘটনায় ক্ষোভ জানানো হয় ১৪ দলের পক্ষ থেকে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply