তালেবানের সাথে শান্তিচুক্তি বাতিল করলেন ট্রাম্প

|

তালেবানের সাথে সই হওয়া শান্তিচুক্তি বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার, এ বিষয়ে ধারাবাহিক টুইট পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট।

একইসাথে, তালেবানের শীর্ষ নেতাদের সাথে ক্যাম্প ডেভিডে পূর্ব-পরিকল্পিত বৈঠকও বাতিল করেন তিনি। কাবুলে, মার্কিন সেনাবহরকে লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলার জেরেই এ সিদ্ধান্ত– জানান ট্রাম্প।

গেলো সোমবার, হামলাটিতে মার্কিন ও ন্যাটো সেনাসহ প্রাণ হারান কমপক্ষে ১২ পথচারী, আহত হন ৪২ জন। একইদিন শান্তিচুক্তি সইয়ের ঘোষণা দেন মার্কিন মধ্যস্থতাকারী যালমাই খলিলজাদ। তিনি বলেন, ২০২০ সাল নাগাদ আফগানিস্তান ছাড়বেন ৫ হাজার ৪শ’ মার্কিন সেনা। বর্তমানে, প্রশিক্ষণ এবং নিরাপত্তা ইস্যুতে দেশটিতে ১৪ হাজার সেনা কর্মরত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply