লেবাননের আকাশে উড্ডয়নরত একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশ করে গুপ্তচরবৃত্তির অভিযোগে ড্রোনটি ভূপাতিত করা হয়।
স্থানীয় রামিয়েহ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে সোমবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। খবর আল জাজিরার।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ তাদের একটি ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি ইসরায়েলি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। টাইমস অব ইসরায়েল সেনাবাহিনীর বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এটি হিজবুল্লাহ ভূপাতিত করেছে এমন দাবি প্রত্যখ্যান করেছে ইসরায়েলিরা। তাদের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ভূপাতিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ বর্তমানে তাদের কাছে রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়নি।
গত মাসে বৈরুতে আত্মঘাতী ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে লেবানন। এছাড়া প্রায়ই ইসরায়েলি ড্রোন লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশ করে বলে অভিযোগ করে আসছে বৈরুত। এসবের জেরে সম্প্রতি লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। অনেকে এতে যুদ্ধ বেঁধে যাওয়ারও আশঙ্কা করেন।
Leave a reply