ইরানে ২৫ বছরের জন্য ৫ হাজার সেনা পাঠাচ্ছে চীন

|

ইরানে ২৫ বছরের জন্য পাঁচ হাজার সেনা পাঠাচ্ছে চীন। দুই দেশের মধ্যে সম্পাদিত একটি অর্থনৈতিক চুক্তির মাধ্যমে এ সেনা পাঠানো হবে। এ খবর দিয়েছে যুক্তরাজ্যের পেট্রোলিয়াম ইকোনোমিস্ট।

গত আগস্ট মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাফির যাওয়াদ চীন সফর করেন। ওই সফরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী চীন ইরানে ২৮০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

ইরানের সাথে ২০১৬ সালে চীন ২৫ বছরের জন্য একটি বিনিয়োগ চুক্তি করে। কিন্তু চীন ইরানে আরো বেশি বিনিয়োগ করতে চায়। যার কারণে চুক্তিটি এবার হালনাগাদ করা হয়।

পেট্রোলিয়াম ইকোনোমিস্ট বলছে, ইরানে চীন যে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে যাচ্ছে, সেই বিনিয়োগের নিরাপত্তার জন্য চীন তেহরানে এ সেনা মোতায়েন করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply