অর্থ আত্মসাতের অ‌ভিযোগে প‌বিপ্র‌বির প্রকৌশলী গ্রেফতার

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যালয়ের তত্তাবধায়ক প্র‌কৌশলী মোঃ ইউনুছ শরীফকে সা‌ড়ে ৫৩ লাখ টাকা আত্মসাৎ সংক্রান্ত মামলা‌য় গ্রেফতার ক‌রে‌ছে দুদক। আজ বিকা‌লে পটুয়াখালীর দুমকী উপ‌জেলার দুমকী বাজার থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রে আদাল‌তের মাধ্য‌মে পটুয়াখালী কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পটুয়াখালী দুদক অ‌ফি‌সের উপপ‌রিচালক মোঃ মোজহার আলী সরদার যমুনা‌নিউজ‌কে জানান, ২০১৬-২০১৭ অর্থবছ‌রে প‌বিপ্র‌বির ৬টি প্রকল্প কা‌জে অ‌নিয়ম ক‌রে টাকা আত্নসাৎ ক‌রে‌ ইউনুছ শরীফ।

তি‌নি আরও জানান, ৬টি প্রকল্প কা‌জে দরপত্র মূল্যায়ণ ক‌মি‌টির অ‌গোচ‌রে দরদাতা‌দের দা‌খিলকৃত বিল অব কোয়া‌ন্টি‌টি (বিওকিউ) অনুযায়ী স‌ঠিক হিসাব না ক‌রে মিথ্যা/ভুল হিসা‌বের মাধ্য‌মে সর্ব‌নিম্ন দরদাতা‌ হিসা‌বে নির্ধারণ পূর্বক হিসাব বিকৃত ক‌রে, জা‌লিয়া‌তি ও প্রতারণার আশ্রয়ে তি‌নি ৫৩ লাখ ৫০ হাজার ৩৯০ টাকা ক্ষ‌তিসাধন ক‌রে‌ছেন। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৭৭(ক) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে বাদী হয়ে স্পেশাল দায়রা জজ আদালতে মামলা নং ১ দায়ের ক‌রেন মোজাহার আলী সরদার। এ ঘটনায় তাকে সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হকের আদালত হাজির করলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply