বলিউডের বর্ণিল জগৎ ছেড়ে এসেছিলেন কংগ্রেসের রাজনীতিতে। বিগত নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়ে অংশও নিয়েছিলেন। কিন্তু মাত্র ৬ মাস পরেই দল ছাড়ার ঘোষণা দিলেন উর্মিলা মাতন্ডকার। মঙ্গলবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে দল ছাড়ার ঘোষণা দেন উর্মিলা।
আর কিছুদিন পরেই মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। এর আগেই মুম্বাইতে দলাদলির অভিযোগ তুলে এ সিদ্ধান্ত উর্মিলার। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে সরিয়ে নেওয়ার জন্য তিনি অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ও দলীয় নেতৃত্বকে দায়ী করেছেন।
বিবৃতিতে উর্মিলা বলেন, মুম্বাই কংগ্রেসের মুখ্য ব্যক্তিরা দলের উন্নতির জন্য পরিবর্তন আনতে অক্ষম অথবা পরিবর্তনের ব্যাপারে আন্তরিক নন।
বিগত লোকসভা নির্বাচনে হাত মার্কা নিয়ে মুম্বাই উত্তর আসন থেকে অংশ নিয়ে পরাজিত হয়েছেন উর্মিলা। তিনি মনে করেন কংগ্রেস নেতৃত্ব তার সাথে প্রতারণা করেছে। তুচ্ছ দলাদলি তার নৈতিকতার সাথে যায় না বলে মনে করেন উর্মিলা।
রঙ্গিলা, জুদাই, জঙ্গল, মাস্ত’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন উর্মিলা। পাশাপাশি, অভিনয় করেছেন ছোট পর্দায়ও।
Leave a reply