যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ও ভারত

|

বৃষ্টির কারণে পণ্ড হলো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুই সেমিফাইনাল। ফলে গ্রুপ পর্বের দুই চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত ফাইনালে জায়গা করে নিল। এই প্রতিযোগিতায় এবারই প্রথম ফাইনালে উঠলো বাংলাদেশ। আর প্রতিপক্ষ ভারত রেকর্ড ৬ বার শিরোপা জিতেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মোরাতুয়ায় আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচটি। অন্যদিকে পি সারা ওভালে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিও একই কারণে ভেস্তে গেছে। এর আগে, গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ ও ভারত। অন্যদিকে ২টি করে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) কলম্বোয় ফাইনাল খেলবে বাংলাদেশ ও ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply