সুনামগঞ্জে বিয়ের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫৬ জন

|

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের শাধদপুর গ্রামের বিয়ের দাওয়াত
খেয়ে অসুস্থ হয়ে ৫৬ জন হাসপাতালে ভর্তি হ‌য়ে‌ছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জ ২৫০শয্যার হাসপাতা‌লে রোগীরা ভর্তি হয়।

বুধবার রা‌তে সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের শাধদপুর গ্রামের মৃত প্রানেশ তালুকদারের মেয়ে চন্দনা তালুকদারের বিয়েতে এ ঘটনা ঘটে।

তার সাথে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ার গাঁও গ্রামের মিহির তালুকদারের
সাথে বিয়ে হয়েছে।

হাসপাতা‌লে ভ‌র্তি হওয়া সবাই ক‌নের প‌ক্ষের লোক। তাৎক্ষ‌নিকভা‌বে তা‌দের নাম পাওয়া যায় নি।

হাসপাতা‌লে ভ‌র্তি হওয়া ‌রোগীরা জানান, বুধবার রাতে বি‌য়ের খাবার খাওয়ার পর বৃহস্পতিবার সকালে অনেকেরই পেটে ব্যথা শুরু হয়।

অনেকেই আবার পাতলা পায়খানায় সহ ডায়রিয়ায় আক্রান্ত হন। এ ভাবে বৃহস্প‌তিবার সকাল থেকে একে এ‌কে হাসপাতালে ৫৬ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

খাবার খে‌য়ে অসুস্থ সবাই‌কে সুনামগঞ্জ সদর হাসপাতা‌লের ডায়‌রিয়া ওয়া‌র্ডে চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে।

কনের মা চন্দা রানী তালুকদার ও বড় ভাই শান্ত তালুকদারও খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

কনের খালু জিসু মজুমদার বলেন, কি কারণে এমন হল কিছুই বুঝতে পারছি না। আমার
নিজের পেটে ব্যথা ছিল। পরে ওষুধ খেয়েছি। এখনও পেটে ব্যথা রয়েছে।

সুনামগ‌ঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাস বলেন, গরম এবং ফুড পয়জেনিং থেকে এমন সমস্যা হয়েছে, সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply