আম্পায়ারের ভুলেই ভারতের কাছে শিরোপা হারালো বাংলাদেশ

|

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৫ রানে হেরে গেল বাংলাদেশ যুব দল। প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জয়ের কাছাকাছি গিয়ে তীরে গিয়ে তরী ডুবেছে বাংলাদেশ যুব দলের। অবশ্য, বাংলাদেশের যুবাদের এ হারে অবদান রয়েছে আম্পায়ারেরও। হাতে ২ উইকেট রেখে জয় থেকে ৬ রান দূরে থাকতে আম্পায়ারের ভুলে এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়তে হয় তানজীমকে (৩৫ বলে ১২)। টিভি রিপ্লেতে দেখা গেছে আনকোলেকারের বলটি তার ব্যাটে লেগেছিল। এমনকি বল ব্যাটে লাগার শব্দ বেশ স্পষ্টই শোনা গেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আউট ঘোষণা করেন আম্পায়ার। দুই বল পর শেষ উইকেট তুলে নেন আনকোলেকার।

তীরে এসে তরী ডুবার আক্ষেপে পুড়তে হলেও ম্যাচের প্রথমার্ধে কিন্তু দাপটের সাথেই খেলছিলো বাংলাদেশের যুবারা। শনিবার শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মৃত্যুঞ্জয় চৌধুরীর গতি আর শামিম হোসেনের স্পিনে কাবু হয়ে ৩২.৪ ওভারে ১০৬ রানে অলআউট ভারত।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। এরপর খেলায় ফেরার পরিবর্তে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশি যুবারা। কিন্তু, আশার পালা হওয়া লাগান নয়ে নামা তানজীম হাসান ও দশে নামা রাকিবুল হাসান। জয় স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর আম্পায়ারের ভুল সিদ্ধান্তে অপমৃত্যুই ঘটলো সে স্বপ্নের।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এ নিয়ে আট আসরের মধ্যে সাতবার চ্যাম্পিয়ন হলো ভারত। একবার তারা পাকিস্তানের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়। একবার চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ফাইনালে ভারত কখনও হারেনি। প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত ৫ রানের আক্ষেপে পুড়তে হয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে।

এর আগে, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে বি-গ্রুপের সেরা হয় বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল আফগানিস্তান। অন্যদিকে ‘বি’ গ্রুপে কুয়েত, আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল স্বাগতিক শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দুটি সেমিফাইনালই বৃষ্টিতে ভেসে যায়। বাইলজ অনুযায়ী গ্রুপসেরা দু’দল ফাইনাল খেলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply