সাধারণ মানুষকে হয়রানি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।
তিনি বলেন, সাধারন মানুষের মন থেকে পুলিশভীতি দূর করার জন্য কাজ করবে ডিএমপি। পাশাপাশি পুলিশের সকল কর্মকান্ড কঠোরভাবে পর্যবেক্ষন করা হবে। সাধারণ মানুষ যাতে পুলিশের সেবা পায় সেই লক্ষ্যে পুলিশি সেবা উন্নত করা হবেও বলে জানান ডিএমপি কমিশনার।
এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক উপ-কমিশনারসহ সকলকে মাঠে থাকার নির্দেশ দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
Leave a reply