দীর্ঘ একযুগ পর ধর্মঘটে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মটরসের ৫০ হাজার কর্মী। বেতন-বিল পরিশোধের পাশাপাশি ইউনাইটেড অটো ওয়াকার্স ইউনিয়ন’র সাথে চুক্তি সম্পাদনেও ব্যর্থ হয় জিএম। এর ফলে ধর্মঘটে যান কর্মীরা।
সমঝোতায় পৌঁছাতে শনিবার রাত পর্যন্ত মালিকপক্ষকে সময় দেয়া হয়। সেটা পূরণ না হওয়ায় সোমবার প্রথম প্রহর থেকে শ্রমিক ধর্মঘট শুরু হয়।
দু’দিনের কর্মবিরতিতে প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৩০০ মিলিয়ন ডলার। শ্রমিক ইউনিয়নের সাথে জেনারেল মটরসের চার বছরের চুক্তির মেয়াদ শেষ হয় গত সপ্তাহে।
এরপরই মজুরি-স্বাস্থ্যসেবা-লভ্যাংশ ও চাকরির নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে আলোচনা। ওহাইয়ো এবং মিশিগানে প্রতিষ্ঠানটির দুটো গাড়ি নির্মাণ কারখানা বন্ধের সিদ্ধান্ত ঠেকানোর চেষ্টা করছে ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন।
তবে জিএম’র দাবি, এ শিল্পে সবচেয়ে কর্মীদেরকে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দেয় তারা।
Leave a reply