সিনেট থেকে পদত্যাগের পর যা বললেন শোভন…

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে পদত্যাগ করেছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার উপাচার্যের কাছে লেখা এক চিঠিতে সিনেট সদস্য থেকে অব্যাহতি চান শোভন। পদত্যাগের পর যমুনা নিউজকে শোভন জানান, ব্যক্তিগত সিদ্ধান্তেই এই পদত্যাগ।

তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা দেশের জন্য যেভাবে কষ্ট করছেন সেখানে যেন কোনোভাবেই কালি না লাগে। সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমার জায়গা থেকে আমি কাজ করে যাবো। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলতে ছাত্রলীগের নেতা-কর্মীদের সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ বিনির্মাণ করা যাবে।

সোমবার বিকাল ৪টায় রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পক্ষে উপাচার্যের নিকট পদত্যাগপত্র জমা দেয় বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ। ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন শোভন।

এদিকে, আবেদনপত্র হাতে পাওয়ার কথা স্বীকার করে ভিসি ড. মো. আখতারুজ্জামান বলেন, বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply