কৃষক মানিক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

|

কিশোরগঞ্জের করিমগঞ্জের কৃষক মানিক হত্যা মামলায় চার সহোদরসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার সকাল ১১ টায় আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের ১নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, করিমগঞ্জ উপজেলার পালইকান্দা গ্রামের চার সহোদর বাদল, নয়ন, মানিক ও সবুজসহ লোকমান, আলমগীর, মিজান, গিয়াসউদ্দিন, রহমত আলী ও মামুন মিয়া।

মামলার বিবরণ থেকে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জের পালইকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১১ সালের ৬ আগস্ট বেলা ১১টায় আব্দুল হেকিমের লোকজনের বল্লমের আঘাতে কৃষক মানিক মিয়াসহ বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হন। দুপুরের দিকে করিমগঞ্জ হাসপাতালে মানিক মিয়ার মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply