কোন ক্ষমতায় ভিকারুননিসা কলেজে অধ্যক্ষ নিয়োগ, হাইকোর্টের রুল

|

কোন ক্ষমতাবলে সরকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে মাউসির কর্মকর্তা ফাওজিয়া রেজওয়ানাকে নিয়োগ করেছে- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত চেয়ে করা রিটের আদেশ দিয়ে এ রুল জারি করেন আদালত। তবে আদালত তার নিয়োগ স্থগিত করেননি।

সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

এসময় আদালত বলেন, সরকার যদি তার ইচ্ছেমত স্কুল-কলেজের প্রধান নিয়োগ করতে থাকে তাহলে ভবিষ্যতে অরাজকতা সৃষ্টি হবে। আইন অনুযায়ী সরকার বাইরে থেকে একজন অধ্যক্ষ নিয়োগ করতে পারে কিনা সে বিষয়ে জানতে চান হাইকোর্ট। ১৫ সেপ্টেম্বর শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply