জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে কোটি টাকার ভাগ ২৫ লাখ টাকা পাওয়ার বিষয়টি গণমাধ্যমে স্বীকার করার পর নিরাপত্তাহীনতায়’ ভুগছেন বলে অভিযোগ করেছেন শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি ব্যবহার করা যাচ্ছে না। প্রযুক্তির মাধ্যমে বন্ধ করে দেয়া হয় মোবাইল সিমটি।
কেন্দ্রীয় ছাত্রলীগের বাদ পড়া সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের মুঠোফোনে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তারা টাকা নেয়ার বিষয়টি গণমাধ্যমে স্বীকার করে।
Leave a reply