তেল শোধনাগারে হামলার পর আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কী কারণে এ সফর, তা নিশ্চিত করেনি মার্কিন প্রশাসন।
মঙ্গলবার, একাধিক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাতে বিভিন্ন গণমাধ্যম জানায়, শনিবারের হামলায় ইরানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। বিশ্বের সর্ববৃহৎ তেল পরিশোধনাগারে হামলার জন্য ব্যবহৃত ড্রোনগুলো ছোঁড়া হয়েছে ইরানের দক্ষিণাঞ্চল থেকে। বলা হয়, সম্ভাব্য হামলার আশঙ্কায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন-কেন্দ্রিক ছিল বলে, হামলা ঠেকাতে পারেনি সৌদি প্রশাসন। প্রতিক্রিয়ায়, ইরানকে সমুচিত জবাব দেয়ার ক্ষমতা সৌদি আরবের আছে- এমন মন্তব্য করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ। মন্ত্রিপরিষদের সাথে বৈঠকের পর এক বিবৃতিতে তিনি বলেন, কাপুরুষোচিত এ হামলার মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে তেহরান।
Leave a reply