২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। তাঁর কর্মজীবনকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করবে ভারত।
বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশে মেঘালয়ের রাজধানী শিলঙে বসতে চলেছে তাঁর ভাস্কর্য। এটি বসানোর স্থান এখনো নির্বাচন করা হয়নি। মেঘালয় সরকারের পক্ষ থেকে সে স্থান নির্দিষ্ট করা হবে।
মঙ্গলবার বিকেলে ভারত সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানেই বিভিন্ন বিষয়ে আলোচনার সময় মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে এই প্রস্তাব দেয়া হলে তিনি আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে (১৯৭১) ত্রিপুরার অবদান বিশ্বে বিরল। হাছান মাহমুদ ভারতের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
ত্রিপুরার রাজধানী আগরতলায় শহিদ মিনার এবং বঙ্গবন্ধু সংগ্রহশালা প্রতিষ্ঠা করা হবে। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশের তথ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। এবং ত্রিপুরার পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
সূত্র: নর্থইস্ট নাও
Leave a reply