পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছে ওআইসি

|

যুক্তরাষ্ট্র কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতির দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি।

আজ বুধবার আহ্বান করা সংস্থাটির বিশেষ অধিবেশনে খসড়া প্রস্তাবে এ ঘোষণার কথা বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সম্মেলনে শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা আসবে।

পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে ওআইসির পক্ষে থেকে।

খসড়া প্রস্তাবে বলা হয়েছে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া থেকে ওয়াশিংটন নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে বলে মনে করে ওআইসি।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply