‘শুধু অকারণে পুলকে, নদী-জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে’- এই স্লোগান নিয়ে শুক্রবার শুরু হয়েছে অষ্টম সংবৃতা আবৃত্তি উৎসব-২০১৯। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।
দুই দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিন শনিবার উৎসব মাতাবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় আবৃত্তিশিল্পী মুনমুন মুখার্জি।
পুরো আয়োজন জুড়ে থাকবে আবৃত্তি প্রতিযোগিতা, আবৃত্তি প্রযোজনা, একক আবৃত্তি ও বৃন্দ আবৃত্তি।
প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ীদের মাঝে কবি শামসুর রহমান, শিল্পী ওয়াহিদুল হক, বাক-শিল্পাচার্য নরেন্দ্র বিশ্বাস ও গোলাম মোস্তফা পদক দেয়া হবে।
Leave a reply