রাজশাহী চারঘাটের বড়াল নদ থেকে অর্ধগলিত তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি।
আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হবে।
ময়নাতদন্তের পর পাওয়া প্রাথমিক তথ্যের উপর ভিত্তিতে মামলা করবে পুলিশ।
পুলিশ জানায়, তদন্তকারী সংস্থা সিআইডি, পিবিআই আলামত সংগ্রহ ছাড়াও মরদেহে জখম রয়েছে বলে জানিয়েছে। ময়নাতদন্তে আঘাতের বিষয়টি স্পষ্ট হলে হত্যা মামলা হবে। আঘাতের কোনো চিহ্ন না পাওয়া গেলে হবে অপমৃত্যু মামলা।
তবে এখন পর্যন্ত তিনটি মরদেহের পরিচয় জানাতে পারেনি পুলিশ। মরদেহের হাতের তালুর চামড়া খসে যাওয়ায় আঙুলের ছাপও নেয়া সম্ভব হয়নি।
শুক্রবার সকালে রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদের স্লুইসগেটে ভেসে আসা তিনটি মরদেহ উদ্ধার করে পুলিশ।
Leave a reply