বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়: ভিসির অনৈতিক কাজের প্রতিবাদে সহকারী প্রক্টরের পদত্যাগ

|

গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির ইন্ধনে বহিরাগতদের দ্বারা শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা ও ভিসির অনৈতিক কাজের প্রতিবাদে এবার সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবির।

আজ শনিবার তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবার তার পদত্যাগ পত্র জমা দেন।
যমুনা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

পদত্যাগ পত্রে তিনি লিখেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নৈতিক ও ন্যায্য দাবীর প্রতি সমর্থন জানিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যারের অনৈতিক কার্যকলাপের প্রতি প্রতিবাদ জানিয়ে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করতেছি।’

হুমায়ুন কবির বলেন, ভিসি স্যারের অনৈতিক কাজের প্রতিবাদে আমি পদত্যাগ করেছি এবং ভিসি স্যারের ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা আমাদের শিক্ষার্থীদের ‍উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাচ্ছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply