ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে যেন বোলিং অপশনের অভাব নেই। কিন্তু সেটি যে খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছে বাংলাদেশ এমনটি বলা যাবে না। তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনের কথাই ধরা যাক। গত ৩ ম্যাচে একবারের জন্যও বল হাতে পাননি প্রথম ম্যাচে ব্যাট হাতে অবিশ্বাস্য জয় এনে দেওয়া এই তরুণ। শনিবার সিরিজে প্রথমবারের মতো বল হাতে পেয়েই টাইগার ভক্তদের মাঝে আফসোস তৈরি করলেন- ইস্, এতোদিন আফিফকে কি একটি বারের জন্যও বোলিংয়ে আনা যেতো না? নিজের প্রথম ওভারেই কোনো রান না দিয়েই তুলে নিলেন আফগানিস্তানের ২টি উইকেট।
শনিবার আফিফকে যখন বোলিংয়ে আনলেন সাকিব তখন ম্যাচে আফগানদেরই দাপট। ৯ ওভার শেষে বিনা উইকেটে তারা ৭৫ রান তুলে নিয়েছিল তারা। দুই ওপেনার হযরতউল্লাহ ও রহমানউল্লাহ দারুণ ছন্দে। আফিফ এসেই তৃতীয় বলে তুলে নিলেন হযরতউল্লাহকে। তাকে সুইপে বাউন্ডারি ছাড়া করতে গিয়ে বোকা বনে গেলেন হযরতউল্লাহ। শর্ট ফাইন লেগে মোস্তাফিজের হাতে ধরা পড়লেন। দুই বল পরেই আফিফকে উড়িয়ে মারতে গিয়ে বলের ফ্লাইট মিস করেন আসগর আফগান। নাজমুল শান্তর হাতে ক্যাচ তুলে ফিরে গেলেন। বড় সংগ্রহের পথে থাকা আফগানরা সেখানেই বড় হোঁচট খেয়েছে।
শুধু ব্যাটিং দিয়ে নয়, বল হাতেও ত্রিদেশীয় সিরিজ রাঙানোর জন্য যে মুখিয়ে ছিলেন সেটিই যেন প্রমাণ করলেন আফিফ।
Leave a reply