ভিসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চলছে চতুর্থ দিনের মতো আন্দোলন।
রোববার সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দিচ্ছেন ভিসি বিরোধী নানা শ্লোগান।
তারা জানিয়েছেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার চলবে এ কর্মসূচি।
এদিকে গতকাল শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নির্দেশ দেয়া হয়েছে আগামী ৫দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার। আন্দোলনের মুখে গতকাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে তা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
Leave a reply