খালেদ-শামীম ও তাদের স্বজনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

|

রাজধানীতে অবৈধ ক্যাসিনো বাণিজ্যের অভিযোগে গ্রেফতার ঢাকা মহানগর যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও জি কে গ্রুপের গোলাম কিবরিয়া শামীমের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে এনবিআর।

পাশাপাশি তাদের স্বজনদেরও ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। একইসাথে ‘খেলনা সামগ্রী’ হিসেবে কোন আমদানীকারকরা ক্যাসিনোর যন্ত্রপাতি দেশে এনেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

আমদানি বিল পরীক্ষা নিরীক্ষা শেষে ক্যাসোনির যন্ত্রপাতি আমদানিকারকদের ধরা সম্ভব বলেও জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

সম্প্রতি রাজধানীর নিকেতন থেকে বিপুল পরিমাণ অর্থ, বিদেশি মূদ্রা, মাদক ও অস্ত্রসহ আটক হন যুবলীগের জি কে শামীম। রাজধানীর বিভিন্ন ক্লাবগুলোতে ক্যাসিনোর রমরমা বাণিজ্যের ঘটনায় গুলশানের বাসা থেকে গ্রেফতার হন ঢাকা দক্ষিণের যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply