জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই জন মারা গেছেন। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও একজন।
এলাকাবাসী জানান, শালাইপুর গ্রামে মোহাম্মদ আলীর বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে নাইম। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পাওয়ায় মোহাম্মদ আলী জাকারিয়া নামে দুইজন নাইমের খবর নিতে ভেতরে ঢুকেন।
তারা নাইমকে অজ্ঞান অবস্থায় ট্যাংকের ভেতরে পড়ে থাকতে দেখে উদ্ধারের চেষ্টা চালান। অল্পক্ষণের মধ্যে তারাও অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ আলী ও নাইমকে মৃত অবস্থায় উদ্ধার করে।
Leave a reply