স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা, ৪ আসামির ফাঁসি

|

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে ৪র্থ শ্রেণির ছাত্রী রোমানা আক্তার (১৩) কে অপহরণ করে ধর্ষণ ও হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে এনামুল, রমজান, হাকিম ও ফায়জুল। এদের বাড়ির সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি একেএম নূরুল হুদা রুবেল জানান, সিংগাইর উপজেলার ওয়াইজনগর গ্রামে ব্র্যাকের ৪র্থ শ্রেণির ছাত্রী প্রবাসী চান মিয়ার মেয়ে রোমানা আক্তার (১৩) ২০০৮ সালে ১৬ জুলাই সকাল ৭টায় বাড়ি থেকে স্কুলে যায়। সেখান থেকে আসামিরা রোমানাকে অপহরণ করে স্কুলের পাশে একটি পাট ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ ও হত্যা করে লাশ ফেলে রাখে। ওই দিন সকাল ১০টা দিকে রোমানার লাশ পরিবারের সদস্যরা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে। এই ঘটনায় নিহতের চাচা কদম আলী বাদি হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ে করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৮ সালে ৫ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৫ জনের স্বাক্ষী নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply