সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে নৌকা ডুবির ঘটনায় আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়জনে।
ভোরে এলাকাবাসী ভাসমান অবস্থায় প্রথমে চারটি লাশ উদ্ধার করে। এদের মধ্যে দুইজন শিশু। পরে উদ্ধার হয় আরও একজনের মরদেহ। এদের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন মাছিমপুর গ্রামের রইতুন নেছা, শান্তা বেগম, পেরুয়া গ্রামের করিমা বেগম ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া। এর আগে উদ্ধার হয়েছিল আরও চার শিশুর মরদেহ। এরা হলো মাছিমপুর গ্রামের শামিম, আবির ও নোয়ারচর গ্রামের সোহান, আজম। দুর্ঘটনার পর এখনো নিখোঁজ আছে একজন। তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে মাছিমপুর থেকে নৌকায় করে ২৫/৩০ যাত্রী পেরুয়া গ্রামে যাবার সময় ঝড়ের কবলে পড়ে। অনেকে সাঁতরে তীরে ওঠেন। বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজদের উদ্ধারে মধ্যরাত পর্যন্ত অভিযান চালানো হয়।
Leave a reply